নেত্রকোনা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন রোববার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে রাত অবধি আদালত প্রাঙ্গণ ও আইনজীবী সমিতি ভবনে চলছে ভোটের আলোচনা।
নির্বাচনে জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে রয়েছেন তিন জন প্রার্থী। তারা হলেন, আইনজীবী মাজহারুল হক খান, মো. শহিদুল্লাহ ও আবু তাহের।
সাধারণ সম্পাদক পদটি নিয়েও ভোটে লড়বেন তিন জন। তাদের মধ্যে রয়েছেন- আইনজীবী শিবলী সাদি অপু, এ.কে.এম আনোয়ার আজাদ কালাম ও মহিদুর রহমান লিটন।
যুগ্ম-সম্পাদক পদে তিন জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, আইনজীবী এখলাছুর রহমান খান, দিদারুল হক চৌধুরী ও আল-আমিন হোসেন।
বিনোদন ও খেলাধুলা সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতার মাঠে আছেন দুজন প্রার্থী। তারা হলেন, আইনজীবী মীর্জা হুমায়ুন কবির ও মোশাররফ হোসেন শুভ।
নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন তিনজন। তারা হলেন, আইনজীবী আশীষ কুমার সিংহ, কাজী হাবিবুর রহমান ও ফয়েজ আহমেদ।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সমিতিতে মোট ভোটার আছেন ৩৩৮ জন।
উল্লেখ্য, নির্বাচনে সহ-সভাপতি, সহ-সম্পাদক, লাইব্রেরিয়ান, অডিটর ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক এবং সদস্যসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১১ জন। পর্যায়ক্রমে তারা হলেন- নিরঞ্জন পাল, লুৎফেন্নাহার আক্তার, ফজলে রাব্বি খান, শুক্লা রানী গুহ, সৈয়দ রফিকুল ইসলাম ও তাপস চন্দ্র সরকার।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন- তোফায়েল আহমেদ, ফরিদ আহমেদ, অঞ্জন কুমার রায়, জাকারিয়া হাসান নির্ঝর ও মোয়াজ্জেম হোসেন।



