নেতানিয়াহু গুরুতর অসুস্থ, অপারেশন প্রয়োজন – DesheBideshe

নেতানিয়াহু গুরুতর অসুস্থ, অপারেশন প্রয়োজন – DesheBideshe

জেরুজালেম, ০১ এপিল – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হার্নিয়া ধরা পড়েছে। এই জন্য রোববার তার একটি অস্ত্রোপচার করা হবে। ফলে স্বাভাবিকভাবে কাউকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে। অবশ্য ইতিমধ্যে একজনকে এই পদে বেছেও নিয়েছেন নেতানিয়াহু। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, শনিবার রাতে রুটিন চেকআপের সময় নেতানিয়াহুর শরীরে একটি হার্নিয়া পাওয়া গেছে। এই জন্য রোববার তার অস্ত্রপচার করা হবে। এই সময় তাকে সাধারণ চেতনানাশক দেওয়া হবে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর হার্নিয়া চিকিৎসার সময় ইসরায়েলি বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ইসরায়েলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি নেতানিয়াহুর ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত এবং ইসরায়েলের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে নেতানিয়াহুর শারীরিক অবস্থা জটিল নয় বলেই ইঙ্গিত দিয়েছে তার কার্যালয়। এমনকি বিষয়টি বুঝাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন পর্যন্ত করা হয়। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, আমি আপনাদের আশ্বাস্ত করছি যে আমি এই চিকিৎসা সফলভাবে সম্পন্ন করব এবং খুব দ্রুত কাজে ফিরব।

এর আগে গত জুলাই মাসে নেতানিয়াহুকে একটি পেসমেকার লাগাতে হয়েছিল। তখনও নেতানিয়াহুর উগ্র ডানপন্থি সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। হামাসে ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালালে এই বিক্ষোভে ভাটা পড়ে।

৭৪ বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে ষষ্ঠ মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বিচার বিভাগীয় সংস্কার, দুর্নীতি, গাজা যুদ্ধ ও বন্দিদের মুক্তি নিশ্চিত করতে না পারায় বর্তমানে তার জনপ্রিয়তা অনেক কমে গেছে। তার নেতৃত্বের প্রতি সামান্যই আস্থা রাখছেন ইসরায়েলিরা। এমনকি এখন নির্বাচন হলে বিরোধীদের কাছে একেবারে গোহারা হারবেন তিনি।

সূত্র: কালবেলা
আইএ/ ০১ এপিল ২০২৪

Scroll to Top