নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে সুপ্রিম কোর্টে আবেদন

নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে সুপ্রিম কোর্টে আবেদন

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার আগে ও পরের ঘটনা উল্লেখ করে আবেদনকারীরা আদালতকে বলেছেন, দেশ, দেশের মানুষ এবং জিম্মি ও তাঁদের পরিবারের বদলে নিজের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। এ ছাড়া প্রায় ২৪০ জনকে ইসরায়েল থেকে জিম্মি করে নিয়ে যান হামাস সদস্যরা। সেদিন থেকেই ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে উপত্যকাটিতে ২৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

এরই মধ্যে গত নভেম্বরে গাজায় সাত দিনের যুদ্ধবিরতি চুক্তি করে হামাস ও ইসরায়েল। সেই সময় চুক্তি অনুযায়ী বেশ কয়েকজন জিম্মি ব্যক্তিকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলের দাবি, এখনো ১৩২ জন গাজায় জিম্মি রয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে কেউ কেউ ধারণা করছেন।

Scroll to Top