নিষিদ্ধ হচ্ছেন মেসি?

নিষিদ্ধ হচ্ছেন মেসি?

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। গত দেড় মাসে প্রায় প্রতিটি ম্যাচেই জোড়া গোল করে নতুন নতুন রেকর্ডও গড়ছেন লিওনেল মেসি। তবে সেই মেসিই এবার পড়তে যাচ্ছেন নিষেধাজ্ঞার মুখে। শোনা যাচ্ছে, এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন মেসি।

কিন্তু কেন এই নিষেধাজ্ঞার খড়গ নেমে আসবে মেসির ওপর? ২৩ জুলাই রাতে লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলতে নামেননি মেসি। কিন্তু ঠিক কী কারণে তাকে দলে রাখা হয়নি, সে নিয়েই উঠেছে প্রশ্ন।

ম্যাচের আগেই ইন্টার মায়ামি কর্তৃপক্ষ জানিয়েছিল, অল স্টারের এই ম্যাচে থাকছেন না মেসি ও জর্দি আলবা। তবে দুজনের মাঠে না নামার পেছনে কোন চোট না অন্য কোন কারণ দেখাতে পারেনি ইন্টার মায়ামি।

আর এতেই ফেঁসে যেতে পারেন মেসি ও আলবা। অল স্টারের ম্যাচে নির্দিষ্ট কোনো কারণ না দর্শানো ছাড়া অনুপস্থিত থাকলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করার নিয়ম রয়েছে মেজর সকার লিগে।

গতবারও অল স্টারের ম্যাচে অংশ নেননি মেসি। তবে সবার ইনজুরির কারণে একাদশে ছিলেন না তিনি। শেষ পর্যন্ত মেসি ও আলবা নিষেধাজ্ঞার কবলে পড়েন কিনা, সেটার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে তাদের সমর্থকদের।

Scroll to Top