নির্ভুল সিদ্ধান্ত দিবে ‘স্মার্ট রিপ্লে’

নির্ভুল সিদ্ধান্ত দিবে ‘স্মার্ট রিপ্লে’

মানুষ মাত্রই ভুল। ফুটবল খেলায় রেফারি কিংবা ক্রিকেটে আম্পায়ার, তাদের সিদ্ধান্তেও অনেক সময়েই ভুল হয়ে যায়। এসব ভুল এড়ানোর জন্য ক্রিকেট খেলায় বহু প্রযুক্তির ব্যবহার আমরা এর আগেও দেখেছি। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে ‘স্মার্ট রিপ্লে পদ্ধতি’।

আইপিএলের ২০২৪ আসরে প্রথমবারের মতো ব্যবহৃত হবে এই প্রযুক্তি। মূলত দ্রুত ও নির্ভুলভাবে যাতে খেলার যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় তাই এটি ব্যবহার করা হবে। আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে আগে ক্রিকেটে অনেকবার বিতর্ক হয়েছে। আইপিএলের এমন স্মার্ট রিপ্লে সিস্টেম সেই বিতর্ক অনেকটাই কমাতে পারবে বলেই আপাতত আশা করা হচ্ছে। এর আগে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’–এ এই স্মার্ট রিপ্লে পদ্ধতি চালু করা হয়েছিল।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্ট রিপ্লে সিস্টেমে টিভি আম্পায়ার এবং হক-আই অপারেটর একই রুমে বসবেন। যার ফলে তারা সরাসরি যোগাযোগ করতে পারবেন তারা। এছাড়াও মাঠের মধ্যে থাকা হক-আইয়ের ৮টি দ্রুতগতির এবং অত্যাধুনিক ক্যামেরা থেকে অনেক বেশি নিখুঁত ছবি পাবেন টিভি আম্পায়াররা। হক-আই অপারেটর এবং টিভি আম্পায়ারের মধ্যে কাজ করা টিভি ব্রডকাস্ট ডিরেক্টর আর এই নতুন পদ্ধতি প্রয়োগের পর জড়িত থাকবেন না।

স্মার্ট রিপ্লে পদ্ধতিতে একসঙ্গে দুটি ছবি দেখার সুযোগ থাকছে আম্পায়ারদের সামনে। ফলে থার্ড আম্পায়ার যেকোনো পরিস্থিতি সম্পর্কে আরও অনেক তাড়াতাড়ি বেশি সংখ্যক তথ্য পাবেন। নতুন এই পদ্ধতির ব্যবহারে আরও দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্ত নিতে সুবিধা হবে থার্ড আম্পায়ারের। স্টাম্পিং, ক্যাচ, রান আউট কিংবা বাউন্ডারিতে চার বাঁচানোর কঠিন ও জটিল সিদ্ধান্তগুলো এখন অনেক সহজে নেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

স্টাম্পিংয়ের ক্ষেত্রে এবার থেকে একই সঙ্গে ক্যামেরায় তিনটি ভিন্ন জায়গা বা অ্যাংগেল থেকে ফুটেজ দেখতে পারবেন আম্পায়াররা। বল যদি ব্যাটের খুব কাছে দিয়ে যায় তবেই আল্ট্রাএজ চেক করা হবে, নাহলে সরাসরি স্টাম্পিং চেক করতে চলে যাবেন টিভি আম্পায়ার। নতুন প্রযুক্তির মাধ্যমে এবার একই ফ্রেমে সাইড-অন অ্যাঙ্গেলের সঙ্গে ফ্রন্ট-অন অ্যাঙ্গেল দেখতে পারবেন টিভি আম্পায়াররা। আগে সাইড-অন অ্যাঙ্গেলের সঙ্গে শুধুমাত্র স্টাম্প ক্যামেরার অ্যাঙ্গেল দেখা যেত। নতুন নিয়মে খেলা এগিয়ে যাওয়ার গতি বাড়বে অনেকখানি। সেই সঙ্গে ফুটেজও হবে একদম নিখুঁত।

স্মার্ট রিপ্লে পদ্ধতির আলোকে ক্যাচ আউটের ক্ষেত্রেও আসছে নতুনত্ব। আগে টিভি আম্পায়াররা সবচেয়ে ভালো ও পরিষ্কার অ্যাঙ্গেল দেখে সিদ্ধান্ত নিতেন। এবার একই ফ্রেমে একাধিক অ্যাঙ্গেলে ছবি দেখে জুম করে সিদ্ধান্ত নিতে পারবেন তারা। ফলে সিদ্ধান্ত নিখুঁত হওয়ার সম্ভাবনা বাড়বে অনেকখানি।

Scroll to Top