চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘নির্বাচন উপলক্ষে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, সেসব প্রশিক্ষণ, লজিস্টিকস ও ইকুইপমেন্ট আমাদের আছে। আমরা সব জনবল নিয়ে প্রস্তুত আছি। ইতিমধ্যে আমরা নির্বাচন–পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন–পরবর্তী বিশেষ পরিকল্পনা নিয়েছি। তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। নির্বাচন কমিশন থেকে আমাদের যেসব দায়িত্ব দেওয়া হচ্ছে, আমরা পালন করছি।’
নির্বাচন কমিশন থেকে সন্ত্রাসী ও অস্ত্রধারীদের তালিকা এখনো পাওয়া যায়নি জানিয়ে পুলিশ প্রধান বলেন, তবে তাদের গ্রেপ্তারের নির্দেশনা পাওয়া গেছে। সন্ত্রাসী-অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান সব সময়ই চলে, এখনো চলছে। প্রতিদিনই তাদের গ্রেপ্তার করা হচ্ছে।