এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ এখন গণতন্ত্র উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে, ইতোমধ্যে অর্ন্তবর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে জেলার আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে ইতোমধ্যে নির্বাচনের আবহাওয়া শুরু হয়েছে। সকল রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করেছে। আমরা আশাবাদী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই সরকার নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। নির্বাচন ব্যাহত হবে এমন কোন পরিস্থিতি তৈরি হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এন্তাজুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ আরও অনেকে।



