নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিকল্পিতভাবে বানচালের ষড়যন্ত্র চলছে। কিছু সংখ্যক রাজনৈতিক মহল নির্বাচন ব্যাহত করার জন্য নিত্য-নতুন দাবি তুলে চলেছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা জানান।

ফখরুল ইসলাম বলেন, ‘আজ কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যহত করার জন্য নিত্য-নতুন দাবি তুলে চলেছে। এমন এমন দাবি তুলছেন যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংখ্যানুপাতিক পিআর, সংখ্যানুপাতিক ভোট। এটা বুঝতে সময় লাগে, এটা বোঝানো কঠিন, খুবই কঠিন।’

তিনি আরও বলেন, ‘এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন, অত্যন্ত জোরেশোরে হুমকি দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, কেন করছেন এটি ?’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে।’

দ্রুতই জুলাই সনদ ঘোষণার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমি এখনও বলি যে, সময় আছে। কাউন্ট ইউর সেন্সেস। অতি দ্রুত এই সনদ, সংস্কার, এগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করুন এবং অতি দ্রুত নির্বাচনের যে ব্যবস্থা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। এছাড়া কোনো বিকল্প নেই।

Scroll to Top