নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে: হাসনাত আব্দুল্লাহ

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে: হাসনাত আব্দুল্লাহ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে এমন অভিযোগে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি’র দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১ অক্টোবর) দুপুরে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করতে বরগুনা জেলা এনসিপির উদ্যোগে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তাই এই কমিশনের মাধ্যমে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়।

এর আগে বরগুনা জেলা ও উপজেলা পর্যায়ে এনসিপির নতুন কমিটি গঠন নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন হাসনাত আব্দুল্লাহ এবং নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে আগ্রহীদের কাছ থেকে সিভি আহবান করেন।

Scroll to Top