‘নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে দিতে হবে ভয়াবহ রাজনৈতিক খেসারত’

‘নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে দিতে হবে ভয়াবহ রাজনৈতিক খেসারত’

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জনতার পার্টি বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেছেন, রাজনৈতিক দুরদর্শিতার অভাবে যদি জুলাই গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ব্যর্থ হয় এবং নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে তবে এর ভয়াবহ রাজনৈতিক খেসারত দিতে হবে। তখন শুধু গণতন্ত্রই নয়, দেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

শনিবার (২০) সেপ্টেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা তিনি এসব মন্তব্য করেন।

মিলন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে কোনভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিপুল ত্যাগ ও রক্তের বিনিময়ে সংঘটিত এই গণঅভ্যুত্থানকে সফল করতে ঐক্যের কোন বিকল্প নেই। পিআর ও জুলাই সনদ ইস্যুতে কোন পক্ষেরই অনড় থাকার সুযোগ নেই। কিছুটা ছাড় দিয়েই হলেও সমঝোতায় পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, দলীয় স্বার্থের সংকীর্ণতা পরিহার করে দেশকে বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না। আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে হবে, ব্যবসা-বাণিজ্যের গতি বাড়াতে হবে, বিনিয়োগ ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। সর্বোপরি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।

সভায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক বিদেশি গোয়েন্দা সংস্থার পরিচয়দানকারী এনায়েত করিমকে কেন্দ্র করে জনতা পার্টির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে জড়িয়ে যে ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যডভোকেট এবি এম ওয়ালিউর রহমান খান, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ।

Scroll to Top