৮৮ শতাংশ ভোট পেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। নির্বাচনে জয় লাভের পর প্রথম বক্তব্যেই পশ্চিমা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, আজ (১৮ মার্চ) সোমবার নির্বাচনে জয় লাভের পর প্রথম বক্তব্যে ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ন্যাটো বাহিনীর মধ্যে যদি বিরোধ বাড়তেই থাকে, তবে তার অর্থ হল পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে আছে।
২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে পড়ে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট পুতিন একাধিক সময় পরমাণু অস্ত্র বা পরমাণু যুদ্ধ নিয়ে কথা বললেও, কখনও ইউক্রেনে পরমাণু হামলা চালাননি। তবে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে অস্ত্র সাহায্য দিতে থাকে, তবে এর পরিণতি খারাপ হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
পুতিন বলেন, আধুনিক বিশ্বে সবকিছুই সম্ভব। সবার কাছে এই বিষয়টা স্পষ্ট যে এই বিরোধ পূর্ণমাত্রার তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে। আমার মনে হয় এই যুদ্ধ কেউই দেখতে চাইবেন না।