আজ ইসলামাবাদ, লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, পেশোয়ারসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন পিটিআই নেতা-কর্মী ও সমর্থকেরা। এর মধ্যে লাহোর ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। লাহোর ও করাচি থেকে কয়েকজন পিটিআই নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া পাঞ্জাবের চকওয়াল শহরে দলটির প্রায় ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
‘অবৈধভাবে’ সমাবেশ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমন হুঁশিয়ারি আগেই দিয়েছিল পুলিশ। আজও এক বিবৃতিতে ইসলামাবাদ পুলিশ বলেছে, বেআইনি সমাবেশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর এটাও মাথায় রাখতে হবে যে এমন সমাবেশের আহ্বান জানানোও একটি অপরাধ। রাওয়ালপিন্ডি পুলিশও একই হুঁশিয়ারি দিয়েছে।



