নির্বাচনে আর ইভিএম নয়, প্রবাসীরা ভোট দিবেন পোস্টাল ব্যালটে: ইসি | চ্যানেল আই অনলাইন

নির্বাচনে আর ইভিএম নয়, প্রবাসীরা ভোট দিবেন পোস্টাল ব্যালটে: ইসি | চ্যানেল আই অনলাইন

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, শুধু জাতীয় নয়, স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার হবে না এবং প্রবাসীরা ভোট দিবেন পোস্টাল ব্যালটে।  

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে আমরা একটা প্রকল্প হাতে নেব। এই প্রকল্পের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হবে। পোস্টাল ব্যালটে খরচ ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।

কমিশনার আরও বলেন, বাদপড়া ৪৪ লাখ ৬৬ হাজার  ভোটার পাওয়া গেছে। জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে  যাচাই শেষে তারা চূড়ান্ত  ভোটার তালিকায় যুক্ত হবেন।

Scroll to Top