নিজ দলের বিষয়ে অন্য দলের প্রধানের কাছে কেন অভিযোগ? | চ্যানেল আই অনলাইন

নিজ দলের বিষয়ে অন্য দলের প্রধানের কাছে কেন অভিযোগ? | চ্যানেল আই অনলাইন

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, রওশন এরশাদ নিজ দলের বিষয়ে অন্য দলের প্রধানের কাছে কেন অভিযোগ দিলেন, বোধগম্য নয়।

বুধবার ১৩ ডিসেম্বর বনানী জাতীয় পাটির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Bkash

দলে কোন্দল নেই উল্লেখ করে চুন্নু বলেন, রওশান এরশাদ প্রধানমন্ত্রীকে কি বললেন, এটার সাথে দলের কোন সম্পর্ক নাই।চেয়ারম্যানের কথা বলার মত সময় এলে তিনি কথা বলবেন। রওশন এরশাদকে নির্বাচনে আনার জন্য আমরা চেষ্টা করেছি।

চুন্নু বলেন, কেউ আমাদের বিশ্বাস করল কী না, সেটি মাথায় রেখে আমরা নির্বাচনে আসিনি। জোটে গিয়ে নির্বাচনে যাওয়ার ইচ্ছা বা সুযোগও নেই।

Reneta JuneReneta June

চুন্নু আরও বলেন, নির্বাচন বর্জনের জন্য আসিনি। আমরা সুষ্ঠু পরিবেশ চাই শুধু। অবাধ-নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন দলের আচরণে আমরা আরও আশ্বস্ত হয়েছি।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, রাজনৈতিক কৌশল হিসেবে আসনসহ সব বিষয়ে আওয়ামী লীগের সাথে কথা হয়েছে। রাজনীতিতে শেষ বলে কিছু নেই।

Scroll to Top