নিজের নাম বদলে দিলেন ইলন মাস্ক

নিজের নাম বদলে দিলেন ইলন মাস্ক

সামাজিক মাধ্যম এক্সে নিজের নাম বদলে ফেললেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। প্ল্যাটফর্মটিতে নিজের নাম বদলে রেখেছেন ‘কেকিয়াস ম্যাক্সিমাস’।

বিবিসি জানিয়েছে, প্রোফাইল ছবিও বদলেছেন তিনি, দিয়েছেন ‘পেপে দ্য ফ্রগ’ মিমের ছবি। ছবিতে দেখা যাচ্ছে, পেপে যোদ্ধার পোশাকে এবং তার হাতে ভিডিও গেমের জয়স্টিক।

 

কেকিয়াস ম্যাক্সিমাস নামে আসলে কোনও চরিত্র নেই। পেপে দ্য ফ্রগ এবং ২০০০ সালে মুক্তি পাওয়া ‘গ্ল্যাডিয়েটর’ ছবির ম্যাক্সিমাস চরিত্রের মিশ্রণ। ছবিতে ওই চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন রাসেল ক্রো। প্রসঙ্গত, আমেরিকায় অল্টারনেটিভ ডানপন্থী দলগুলো পেপে দ্য ফ্রগের ছবি ব্যবহার করে। এটি প্রধানত ঘৃণার চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়।

মাস্ক তার নতুন নাম বা প্রোফাইল ছবি সম্পর্কে এখনও কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। তবে কিছুদিন ধরেই ‘কেকিয়াস ম্যাক্সিমাস’ মিম কয়েন নিয়ে পোস্ট করছিলেন যা ক্রিপ্টোকারেন্সির বাজারে ইনভেস্টরদের প্রভাবিত করেছিল। এবার নাম বদলের কয়েক ঘণ্টার মধ্যেই ওই মিম কয়েনের দাম ৫০০ শতাংশের বেশি বেড়ে গেছে।

GOVT

Shoroter Joba

Scroll to Top