নিখোঁজ সমকামী দম্পতির সন্ধান করতে গিয়ে ২ লাশ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

নিখোঁজ সমকামী দম্পতির সন্ধান করতে গিয়ে ২ লাশ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

নিখোঁজ সিডনি সমকামী দম্পতির সন্ধান করতে গিয়ে দু’টি লাশ উদ্ধার করেছে অস্ট্রেলিয়ান পুলিশ। তাদের দাবি, নিখোঁজ দম্পতি জেসি বেয়ার্ড এবং লুক ডেভিস’র সন্ধান পাওয়া গেছে।

মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, বুঙ্গোনিয়া শহরের একটি গ্রামের প্রবেশদ্বার থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়।

নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার কারেন ওয়েব বলেন, ‘লাশ দু’টি লুক এবং জেসির বলে আমরা খুবই আত্মবিশ্বাসী।’

গোয়েন্দা সুপারিনটেনডেন্ট ড্যানিয়েল ডোহার্টি বলেন, মৃতদেহগুলো গ্রামের প্রবেশদ্বারের কাছেই পাওয়া গেছে। দেহগুলোকে পাথর এবং ধ্বংসাবশেষ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

Reneta April 2023

তিনি বলেন, প্যাডিংটনের বাড়িতে তাদের হত্যা করা হয়। পরে দু’টি ‘সার্ফ ব্যাগে’ করে একটি সাদা ভ্যান দিয়ে ওই স্থানে নিয়ে যাওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ অফিসার লামারে-কন্ডন’র বিরুদ্ধে দম্পতি হত্যার অভিযোগ আনার চার দিন পর আজ মঙ্গলবার সকালে এই মৃতদেহগুলো উদ্ধার হয়।

পুলিশের তদন্ত বিভাগ বলছে, লামারের নামে নিবন্ধিত গুলিতে ‘উল্লেখযোগ্য’ পরিমাণ রক্ত পাওয়া গেছে। এছাড়াও প্যাডিংটনের বাড়িতে বিশৃঙ্খল আসবাবপত্রের মাঝে ওই গুলির একটি বুলেট পাওয়া গেছে।

এই দম্পতিকে হত্যার অভিযোগে লামারেকে গ্রেপ্তার এবং গত শুক্রবার আদালতে হাজির করা হয়েছিল। সেদিন জামিন প্রত্যাখান করে কারাঘারে প্রেরণ করা হয় তকে। যদিও অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি লামারে কন্ডন।

Scroll to Top