নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর

নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর

নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর বলেন, ‘আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে নারী ও কন্যার বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করতে। চলুন সবাই একসঙ্গে এই ক্যাম্পেইনকে সফল করি এবং একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলার জন্যে কাজ চালিয়ে যাই।’

আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া গ্রোসজিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন। বাংলাদেশের লিঙ্গভিত্তিক সহিংসতার মূল কারণগুলোর প্রতি আলোকপাত করে তিনি বলেন, ‘আমাদের সবাইকে সবার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এরকম বড় বড় আয়োজনের পাশাপাশি প্রতিদিন রাস্তায়, কর্মক্ষেত্রে, বাড়িতে হওয়া সব ধরনের সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, তাহলেই আসল পরিবর্তন আসবে।’

Scroll to Top