'নাইন-ইলেভেন' হামলার ২৪ বছর | চ্যানেল আই অনলাইন

'নাইন-ইলেভেন' হামলার ২৪ বছর | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আজ থেকে ঠিক ২৪ বছর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সংঘটিত একযোগে চারটি ভয়াবহ সন্ত্রাসী হামলা বিশ্ব রাজনীতির ধারা পরিবর্তন করে দেয়। কুখ্যাত জঙ্গি সংগঠন আল-কায়েদার আত্মঘাতী বিমান ছিনতাইকারীরা এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সেই দিন সকালে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সের ফ্লাইট ১১ এবং ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ১৭৫ নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ারে আঘাত হানে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে। আঘাতের ফলে ভবনদুটি আগুনে জ্বলে ওঠে এবং শীর্ষ তলাগুলোতে মানুষ আটকে পড়ে। দুই ঘণ্টার মধ্যেই দুই টাওয়ার ধসে পড়ে।

তৃতীয় বিমান, যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স ফ্লাইট ৭৭, আঘাত করে ওয়াশিংটন ডিসির কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে।

চতুর্থ বিমান, ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৯৩, পেনসিলভানিয়ার শ্যাংক্সভিলে একটি খালি মাঠে বিধ্বস্ত হয়। ধারণা করা হয়, যাত্রীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা তাদের লক্ষ্য সম্ভবত যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন পর্যন্ত পৌঁছাতে পারেনি।

এই হামলায় মোট ২ হাজার ৯৭৭ জন নিহত হন, যার মধ্যে ১৯ জন হামলাকারী অন্তর্ভুক্ত নয়। শুধুমাত্র নিউইয়র্ক সিটিতেই প্রাণ হারান প্রায় ২ হাজার ৬০৬ জন, যার মধ্যে ৩৪৩ জন ফায়ার সার্ভিস কর্মী এবং ৭২ জন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছিলেন।

পেন্টাগনে নিহত হন ১২৫ জন। এছাড়া চারটি বিমানের ২৪৬ জন যাত্রী ও ক্রু নিহত হন।

এই ঘটনার পর থেকে অনেক উদ্ধারকর্মী ও জীবিতদের শরীরে বিষাক্ত ধূলিকণার প্রভাবে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার উদ্ভব হয়।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হেলথ প্রোগ্রামের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, প্রায় ৫০ হাজার মানুষ ৯/১১ সংক্রান্ত ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং ৮ হাজার ২০০ জনের বেশি মানুষ এই কারণে প্রাণ হারিয়েছেন।

হামলার পেছনে ছিল ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আল-কায়েদা। মূল পরিকল্পক হিসেবে ধরা হয় খালিদ শেখ মোহাম্মদকে, যিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছিলেন এবং আফগানিস্তানে যুদ্ধেও অংশ নিয়েছিলেন। হামলায় অংশ নেওয়া ১৯ জন ছিনতাইকারী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও লেবানন থেকে এসেছিলেন।

হামলার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু হয়, আল-কায়েদাকে নিশ্চিহ্ন ও ওসামা বিন লাদেনকে ধরার জন্য। খালিদ শেখ মোহাম্মদ ২০০৩ সালে পাকিস্তানে গ্রেপ্তার হন এবং এখনও গুয়ানতানামো বে-তে বন্দি রয়েছেন।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন।

জাতীয় নিরাপত্তা জোরদারে গঠিত হয় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)। গৃহীত হয় মার্কিন প্যাট্রিয়ট আইনের মতো কঠোর আইন।

আজ নিউইয়র্কে হামলার স্থানে দাঁড়িয়ে আছে ৯/১১ মেমোরিয়াল ও মিউজিয়াম। গড়ে উঠেছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটি আগের নর্থ টাওয়ারের চেয়েও উঁচু, ১ হাজার ৭৭৬ ফুট উচ্চতা সম্পন্ন। পেন্টাগনের ক্ষতিগ্রস্ত অংশ এক বছরের মধ্যেই পুনর্নির্মাণ করা হয় এবং ২০০২ সালের আগস্টে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে ফিরে যান।

Scroll to Top