নাইজেরিয়ায় সশস্ত্র বাহিনীর হামলায় নিহত ১১৩ | চ্যানেল আই অনলাইন

নাইজেরিয়ায় সশস্ত্র বাহিনীর হামলায় নিহত ১১৩ | চ্যানেল আই অনলাইন

মধ্য নাইজেরিয়ার প্ল্যাটো রাজ্যের কয়েকটি গ্রামে সশস্ত্র বাহিনীর হামলায় এখন পর্যন্ত ১১৩ জন নিহত হয়েছেন।

সিএনএন জানিয়েছে, চলতি বছরের মে মাসের পর থেকে দেশটিতে এটি এখন পর্যন্ত সবথেকে বড় সহিংসতার ঘটনা।

Bkash

রাজ্যের বোকোস অঞ্চলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাসাহ বলেছেন, শনি ও রোববারের হামলায় ১১৩ জন নিহত হয়েছেন। তিনি বলেন, আক্রমণগুলো পরিকল্পিত ছিল। ২০ টিরও বেশি সম্প্রদায়ের ওপর এই হামলা চালানো হয়েছে। আমরা ৩০০ জনেরও বেশি আহতকে উদ্ধার করেছি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্ল্যাটো রাজ্যের গভর্নর কালেব মুতফওয়াং এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান হামলা রোধে সক্রিয় পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন।

Reneta JuneReneta June

নাইজেরিয়ার এই রাজ্যটিতে বেশ কয়েকটি জাতিগত এবং ধর্মীয় সম্প্রদায়ের বাস যেখানে প্রায়শই এই ধরণের সহিংসতার ঘটনা ঘটে থাকে।

Scroll to Top