ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে দলে জায়গা পাওয়া নিয়েই ছিল শঙ্কা। সেই মোহাম্মদ সিরাজই নেতৃত্ব দিয়েছেন ভারতের পেস আক্রমণকে। ৫ ম্যাচের সিরিজে তার দুর্দান্ত বোলিংয়েই ২-২ এ সিরিজ ড্রয়ের স্বাদ পেয়েছে সফরকারীরা। সিরাজের এমন সাফল্যের রহস্য কী, জানতে চেয়েছেন অনেকেই। সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন বলছেন, হায়দরাবাদের নল্লি গোশত ও পায়া খেয়েই এমন ‘শক্তিশালী’ হয়েছেন সিরাজ।
পুরো সিরিজজুড়েই ভারতের পেস আক্রমণের অন্যতম মূল ভরসা ছিলেন সিরাজ। যে দুই টেস্টে বুমরাহ খেলেনি, সেই ম্যাচে তার পারফরম্যান্স ছিল আরও উজ্জ্বল। বিশেষ করে ওভালে সিরিজের শেষ টেস্টে ভারতের রোমাঞ্চকর এক জয়ের নায়ক সিরাজ।
ইংল্যান্ডের বিপক্ষে গতির ঝড় তুলেছিলেন সিরাজ। ইংলিশ ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন বাউন্সার, ইয়োর্কার। সিরিজের পর ইংলিশ ধারাভাষ্যকারদের অনেকেই প্রশ্ন করেছিলেন, সিরাজ এত দম পান কীভাবে?
আজহারউদ্দিন খানিকটা মজা করেই বলেছেন, হায়দরাবাদের ছেলে সিরাজের শক্তির রহস্য স্থানীয় খাবারেই, ‘সিরাজ হায়দরাবাদের ছেলে। সেখানকার নল্লি গোশত, পায়া খেয়েই সে এত শক্তিশালী হয়েছে।’