নরসিংদীর রায়পুরা উপজেলার এস এম আইডিয়াল হাইস্কুলে চুরির অভিযোগ তুলে আল আমিন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত যুবকের ছোট ভাই জিল্লুর রহমান বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব মিয়াকে (৩৪) প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন মো. নূরে আলম (৩০), ফরিদ মিয়া (৩৮), ফিরোজ মিয়া (৩৬), মোহাম্মদ আলী (৩৫), মো. আল আমিন (৩২), ইয়াসিন মিয়া (৩৩) ও শাকিল মাস্টার (২৬)। তাঁদের মধ্যে বিপ্লব ও শাকিল ছাড়া সবাই স্থানীয় লোচনপুর গ্রামের বাসিন্দা। মামলায় অজ্ঞাতনামা ছয় থেকে সাতজনকে আসামি করা হয়।