নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন | চ্যানেল আই অনলাইন

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন | চ্যানেল আই অনলাইন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর আজ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। সংসদ ভবনের শপথ কক্ষে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন স্পীকার শিরিন শারমিন চৌধুরী।

বুধবার ১০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। সংবিধানের বিধান মতে, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

BkashBkash

গত ৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পাটি ১১টি, বাংলাদেশ কল্যাণ পাটি ১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি ১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি এবং স্বতন্ত্র ৬২টি আসনে জয়লাভ করেছে।

Scroll to Top