আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় দেশটির প্রথম নদীর তলদেশে নির্মিত মেট্রোরেলের টানেলের উদ্বোধন করবেন।
এনডিটিভি জানিয়েছে, এই টানেলটি হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, ও এসপ্লানেড স্টেশনকে কলকাতা মেট্রোরেলের সাথে যুক্ত করবে। এর দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার। এটি ভারতের প্রথম টানেল, যা নদীর তলদেশে নির্মিত।
নদীর ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের এই টানেল। যাত্রীদের সুবিধার্থে সবগুলো স্টেশনে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, নদীখাতের চেয়ে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভেতর দিয়ে গেছে মেট্রোর সুড়ঙ্গটি। এতে ফোন নেটওয়ার্কও থাকবে। পানির স্তরের ৩৫ মিটার নিচ দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন অপটিক্যাল ফাইবার বসানো হয়েছে। তাতে ফাইভ জি গতির ইন্টারনেট ব্যবহার করা যাবে।
এই টানেল ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো সেকশন এবং তারাতলা-মাজেরহাট মেট্রো সেকশনেরও উদ্বোধন করবেন।