ঢাকা, ১০ জানুয়ারি – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় এরই মধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে মন্ত্রিসভা গঠনের অনুমোদনের পর মন্ত্রিসভা গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে ৩৬ জন সদস্য নিয়ে। এবারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন।
যে তালিকায় নেই অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্য মন্ত্রী জাহেদ মালেক এবং বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। এদের বাদ দিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এছাড়া বাদ পড়েছেন ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও।
নতুন মন্ত্রিসভায় নেই বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
এদিকে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন, জাহাঙ্গীর কবির নানক, মেজর জেনারেল (অব:) আবদুস সালাম, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ এ আরাফাত, আবদুর রহমান, কর্নেল ফারুক খান, মো. জিয়া উদ্দিন, সাজ্জাদুল হাসান,কুজেন্দ্র লাল ত্রিপুরা, সাবের হোসেন চৌধুরী, উবায়দুল মোকতাদির, ড. সেলিম মাহমুদ, আবুল কালাম আজাদ, জাহিদ ফারুক, আব্দুস শহীদ, সিমির হোসেন রিমি ও ডা. সামন্ত লাল সেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ জানুয়ারি ২০২৪