নতুন ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ

নতুন ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভিডিও কল করার সময় নতুন একটি ফিচার যুক্ত করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ অ্যাপ হোয়াটসঅ্যাপ। ‘লো লাইট মোড’ নামের এই ফিচারের মাধ্যমে কম আলোতে থাকলেও বেশ পরিস্কার ভিডিও কল করা যাবে বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।

প্রযুক্তি বিষয়ক সাইট টেকওয়াইজয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্যবহারকারীরা সহজেই পাবেন এই সুবিধা। ভিডিও কল করার সময় স্ক্রিণে বাল্ব লোগো অপশন দেখাবে, সেখানে ক্লিক করতে হবে। এরপর নতুন অপশন আসবে, সেখানে লো লাইট মোড থাকবে। এটি ক্লিক করলেই চালু হবে ফিচারটি। আলো কম থাকলেও অতি সহজেই ভিডিও কলটির কোয়ালিটি বেশ ভাল হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও একটি বিশেষ চ্যাট থিম এনেছে মেটা। এরফলে ব্যবহারকারী যখন ভিডিও কল করবেন তখন নিজের থিম পরিবর্তন করতে পারবেন। সব ধরণের ফোনে এই সুবিধা থাকবে বা ব্যবহার করা যাবে।

GOVT

Chokroanimation

Scroll to Top