এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। এই ফিচারের মাধ্যমে একটি ওয়েবসাইট বিশ্বাসযোগ্য কিনা তা জানা যাবে।
সংবাদমাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সামাজিক মাধ্যম এক্সে টিপস্টার লিওপেভা৬৪ জানিয়েছে, ‘স্টোর রিভিউস’ নামে ক্রোমের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল।
এই নতুন ফিচারটির মধ্যে একজন ব্যবহারকারী ট্রাস্ট পাইলট, স্ক্যাম অ্যাডভাইজারসহ আরও অনেক স্বতন্ত্র ওয়েবসাইটের রিভিউগুলোর সারসংক্ষেপ জানতে পারবেন, যা ওয়েবসাইটের বিশ্বস্ততা সম্পর্কে ধারণা দেবে।
কোনো ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করার সুবিধা ছাড়াও এআই-চালিত সুরক্ষার মতো একগুচ্ছ নতুন এআই ফিচারও আনছে গুগল। এআই-চালিত সুরক্ষা সম্ভাব্য বিপজ্জনক ওয়েবসাইট ও ডাউনলোড করা ফাইলের বিরুদ্ধে রিয়েল-টাইম সুরক্ষা সরবরাহ করে।