স্পোর্টস ডেস্ক
এক যুগেরও বেশি সময় ধরে চ্যাম্পিয়নস লিগের সেমিতে খেলা হয়নি তাদের। বহু বছর পর আর্সেনালের সামনে এবার সেমিতে ওঠার সুযোগ এসেছে। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের সাথে ২-২ গোলে ড্রয়ের পর ফিরতি লেগে আজ জার্মানিতে মাঠে নামবে গানার্সরা। ম্যাচের আগে আর্সেনাল কোচ মিচেল আর্টেটা বলছেন, নতুনভাবে ইতিহাস গড়েই সেমিতে যাবে তার দল।
১৫ বছরে চ্যাম্পিয়নস লিগের সেমিতে পা রাখা হয়নি আর্সেনালের। এর মাঝে শেষ ১৬তে গিয়ে স্বপ্ন ভেঙেছে সাতবার, দুবার হারতে হয়েছে বায়ার্নের কাছে। এবার মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে থাকা আর্সেনালের সামনে বাধা সেই বায়ার্ন মিউনিখই। এমিরেটসে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল দুই দল। বায়ার্নের মাঠে আজ তাই জিতলেই সেমি নিশ্চিত করবেন আর্টেটারা। তবে বায়ার্নের মাঠে সবশেষ দুই ম্যাচে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল আর্সেনালকে।
আর্টেটা অবশ্য অতীত ভুলে নতুন ভাবে ইতিহাস লেখার পক্ষেই আত্মবিশ্বাসী, ‘আমরা যদি সেমিতে পৌঁছাতে পারি তাহলে সেটা অবিশ্বাস্য ব্যাপার হবে। গত ১৫ বছরে এটা আমরা করতে পারিনি। এবার নতুনভাবেই ইতিহাস লেখার সময় এসেছে। আমরা জানি জিততে হবে খুব ভালো খেলতে হবে। আমরা সেটা করেই সেমিতে পৌঁছাতে চাই।’
সেমির আগে প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে হেরে শিরোপা দৌড়ে ধাক্কা খেয়েছে আর্সেনাল। ভিলার বিপক্ষে এই হার অবশ্য চ্যাম্পিয়নস লিগে প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস আর্টেটার, ‘ওই ম্যাচের ফলাফল আমরা পেছনে ফেলে এসেছি। কিন্তু ভুলগুলো থেকে শিক্ষা নিতেই হবে। বায়ার্ন নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ। তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই জয়ের চেষ্টা করতে হবে।’
আজ রানে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টারের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ।
সারাবাংলা/এফএম