প্রায় চার বছর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার তৎকালীন সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও অনলাইন পোর্টাল বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহানের বিরুদ্ধে করা মামলা বাতিলের আদেশ দিয়েছেন আদালত।
এক আসামির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।




