এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও তাঁর স্ত্রী ঊষা ভান্স সম্প্রতি তাঁদের ধর্মীয় বিশ্বাস ও পারিবারিক জীবনের ধর্মীয় অনুশীলন নিয়ে দেওয়া মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন।
শনিবার (১ নভেম্বর) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে জেডি ভান্স তাঁর ব্যক্তিগত ধর্মীয় যাত্রা এবং পরিবারের জীবনে খ্রিস্টান ধর্মের প্রভাব নিয়ে কথা বলেন।
ভান্স বলেন, তাঁর সন্তানরা খ্রিস্টান ধর্মের শিক্ষা অনুসরণ করেই বেড়ে উঠছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তাঁর স্ত্রী ঊষা ভান্সও ধর্মীয় বিশ্বাসে আরও গভীরভাবে প্রভাবিত হবেন।
উল্লেখযোগ্য যে, একসময় জেডি ভান্স ও ঊষা ভান্স দুজনেই ছিলেন অজ্ঞেয়বাদী বা নাস্তিক। কিন্তু সময়ের সঙ্গে তাঁরা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হয়ে নিয়মিত গির্জায় যেতে শুরু করেছেন।
ভান্সের এই মন্তব্যকে অনেকেই ব্যক্তিগত ধর্মীয় পরিবর্তনের একটি উদাহরণ হিসেবে দেখছেন। তবে তাঁর অবস্থান যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
ধর্ম ও রাজনীতির মিশ্রণে যুক্তরাষ্ট্রে এই আলোচনা আরও বিস্তৃত হবে বলে ধারণা বিশ্লেষকদের।






