দেশে ফিরেছেন ডিপজল

দেশে ফিরেছেন ডিপজল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

কিছুদিন আগে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ডিপজল। তাকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তিনি সেখান থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে দ্রুত সিঙ্গাপুরে যান। সেখান থেকে নিয়মিত চেকআপ শেষে অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফিরেছি। সবার কাছেই আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগে গত ৯ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন ডিপজল। এ ছাড়া গত ৩১ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চোখের অপারেশন হয় তার।

ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি। বর্তমানে তিনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত প্রযোজনাও করছেন।

সারাবাংলা/এজেডএস

Scroll to Top