দেশের বর্তমান বাস্তবতায় নির্বাচিত সরকারের বিকল্প নেই: মঈন খান | চ্যানেল আই অনলাইন

দেশের বর্তমান বাস্তবতায় নির্বাচিত সরকারের বিকল্প নেই: মঈন খান | চ্যানেল আই অনলাইন

গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার দুর্বল সরকার, এমন অবস্থায় নির্বাচিত সরকারের বিকল্প নেই।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, ভাষা আন্দোলনের আগে যেমন মানুষের স্বাধীনতা চাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, ঠিক একইভাবে আজ ২০২৫ সালে এসে মানুষ তাদের ভোট দেয়ার যে প্রত্যাশা, সেটির প্রতিফলন অবিলম্বে দেখতে চায়।

এসময় বিএনপি নেতারা বলেন, ৫২ থেকে শুরু করে ৭১ পর্যন্ত একটি রাজনৈতিক দল ইতিহাস বিকৃত করেছে। আগামীতে ক্ষমতায় গেলে সঠিক ইতিহাস রচনা করা হবে বলেও মন্তব্য করেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গত ১৬ বছর ধরে শহীদ জিয়ার হাতে গড়া বিএনপি এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের আন্দোলন ছিল। সেই আন্দোলনের ফলস্বরূপ, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে।

তিনি বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৫২ এর শহীদদের তালিকা অনুসন্ধান করে ঠিক করবে। শিকড় সম্পর্কে সঠিক তথ্য জানার অধিকার সবার আছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের জনগণকে গিনিপিগে পরিণত করার চেষ্টা করবেন না। যারা আতেল আছেন, বুদ্ধিজীবি আছেন, থাকেন। আমরা সম্মান করি, শ্রদ্ধা করি কিন্তু জনগণের অধিকার কেড়ে নিবেন না। জনগণ এই দেশের মালিক, তারাই স্থির করবে এই দেশে কোন ধরনের সংস্কার হবে। বাংলাদেশের সংসদ বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। সুতরাং অতি শিগগিরই একটি নির্বাচনের ব্যবস্থা করুন।

Scroll to Top