‘দেশেই ক্যান্সার চিকিৎসার পূর্ণ ব্যবস্থা তৈরি করতে হবে’ | চ্যানেল আই অনলাইন

‘দেশেই ক্যান্সার চিকিৎসার পূর্ণ ব্যবস্থা তৈরি করতে হবে’ | চ্যানেল আই অনলাইন

স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন বলেছেন, দেশে ক্যান্সারের চিকিৎসা এখন দুর্বিষহ অবস্থায় রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে কার্যকরভাবে ক্যান্সারের চিকিৎসা কাজ করছে না।

ফলে বাধ্য হয়ে রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। এছাড়া দেশের বাইরেও যেতে হচ্ছে, এতে করে প্রায় পাঁচ মিলিয়ন ডলার দেশ থেকে চলে যাচ্ছে। সুতরাং সরকারের উচিত দেশেই ক্যান্সারের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা তৈরি করা।

আজ শুক্রবার প্রেসক্লাবে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম কর্তৃক আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আকরাম হোসেন বলেন, বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা করা বেশ কঠিন। দেশে আর্লি ডায়াগনোসিসের তেমন সুব্যবস্থা নেই। যতই সচেতনতা বৃদ্ধি করা হোক না কেন, একজন ক্যান্সার রোগীর ক্ষেত্রে যদি আর্লি ডায়াগনোসিসের ব্যবস্থা করা না যায়, তাহলে তা সুফল বয়ে আনবে না। কাজটা খুব কঠিন নয়, চাইলেই সম্ভব। কারণ প্রতিটি হাসপাতালেই প্রয়োজনীয় লজিস্টিক থাকে। এর জন্য দরকার হলো উদ্যোগ।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হালিদা হানুম আখতার ও সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার।

GOVT

অনুষ্ঠানে স্তন ক্যান্সার সচেতনতায় ১৫০ দিনের কর্মসূচির মূল্যায়ন ও সুপারিশের কারণে ১০ সাংবাদিককে কৃতজ্ঞতা স্মারক তুলে দেওয়া হয়।

Chokroanimation

Scroll to Top