পাওয়ার হিটিং কোচ হিসেবে তিন মাসের চুক্তিতে জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংলিশ এই কোচ ইতোমধ্যে বাংলাদেশে চলেও এসেছেন। জাতীয় পুরুষ দলের ক্রিকেটাররা এই মুহূর্তে ফিটনেস ট্রেনিং নিয়ে ব্যস্ত। ফলে লিটন দাস, তানজিদ হাসান তামিমদের সঙ্গে উডের কাজ শুরুই হয়নি। এই সময়টা অন্য কাজে ব্যয় করছেন জুলিয়ান উড।
তিনদিন ধরে নারী ক্রিকেটারদের পাওয়ার হিটিং কোচিং করিয়েছিন তিনি। একেবারে হাতে-কলমে পাওয়ার হিটিংয়ের খুঁটিনাটি দেখিয়েছেন ইংলিশ কোচ।
আজ দেশীয় কোচদের জন্য কর্মশালা আয়োজন করে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। উড সেখানে দেশীয় কোচদের পাওয়ার হিটিং বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। শুধু পাওয়ার হিটিং নয়, আধুনিক ক্রিকেটে কিভাবে পাল্লা দিয়ে রান তুলতে হয়, কিভাবে অনবরত শট খেলা যায় এবং এসবের পেছনের কারণগুলো নিয়ে আলোচনা করেছেন উড।
উডের এই কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তালহা জুবায়ের, হান্নান সরকার, নাফিস ইকবাল, ওয়াহিদুল গনি, সোহলে ইসলাম, তারেক আজিজ, হাবিবুল বাশার সুমনসহ অনেকে।
আধুনিক ক্রিকেটে পাওয়ার হিটিং খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার হিটিংয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর চেয়ে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। তবে সম্প্রতি এই বিষয়টিকে বিসিবি যথেষ্টই গুরুত্ব দিচ্ছে। তার অংশ হিসেবেই নিয়োগ দেওয়া জুলিয়ান উডকে।
উড অবশ্য এর আগেও বাংলাদেশে কাজ করেছেন। বিপিএলের দল সিলেট সানরাইজার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।