দূতাবাসে ইসরায়েলের হামলার জবাব দেবে ইরান | চ্যানেল আই অনলাইন

দূতাবাসে ইসরায়েলের হামলার জবাব দেবে ইরান | চ্যানেল আই অনলাইন

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুরেশনারি গার্ডের ২ জন কমান্ডারসহ ৮ জন নিহতের ঘটনার জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইরান।

Channeliadds-BkashUpdate.jpg

রয়টার্স জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এই বিমান হামলার ঘটনার জবাব দেওয়া হবে বলে একে আন্তর্জাতিক সব আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই আগ্রাসনের জবাব দেওয়ার সব অধিকার ইরানের রয়েছে।

গতকাল সোমবার (১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ভয়াবহ এই বিমান হামলায় নিহতদের মধ্যে সেখানকার রেভল্যুরেশনারি গার্ডের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজরিয়াহিমি রয়েছেন।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ইরানের কনস্যুলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে এবং ভবনের ভেতর যারা ছিলেন তাদের সবাই আহত অথবা নিহত হয়েছেন। হামলার পরপর ভবনটি থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।

অন্যদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন। এছাড়াও ইসরাইয়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া।

Scroll to Top