Array ( [pa_condition_page_b9037c8] => [pa_condition_post_type_2fff4ba] => 1 ) Array ( [pa_condition_page_b9037c8] => [pa_condition_post_type_2fff4ba] => 1 ) Array ( [pa_condition_page_b9037c8] => [pa_condition_post_type_2fff4ba] => 1 ) Array ( [pa_condition_page_b9037c8] => [pa_condition_post_type_2fff4ba] => 1 ) Array ( [pa_condition_page_b9037c8] => [pa_condition_post_type_2fff4ba] => 1 ) Array ( [pa_condition_page_b9037c8] => [pa_condition_post_type_2fff4ba] => 1 )

দুর্দান্ত তাসকিন, শ্রীলংকাকে ২৪৪ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

দুর্দান্ত তাসকিন, শ্রীলংকাকে ২৪৪ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

নতুন বলে দুর্দান্ত বোলিং করেছিলেন তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। ক্র্যাম্পের কারণে মোস্তাফিজুর রহমান ৬ ওভারের বেশি বোলিং করতে পারেননি। তবে তাসকিন নতুন বলের মতো পুরনো বলেও ছিল দুর্দান্ত। অনেকদিন পর মাঠে ফেরা তাসকিন একাই নিয়েছেন চার উইকেট। যাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলংকাকে বড় স্কোর গড়তে দেয়নি বাংলাদেশ।

আগে ব্যাটিং করতে নামা শ্রীলংকা গুটিয়ে গেছে ২৪৪ রানেই। বাংলাদেশের অপর পেসার তানজিম হাসান সাকিব নিয়েছেন তিন উইকেট। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ যেমন ব্যাটিং সহায়ক তাতে আজ ম্যাচ জয়ের সহজ সমীকরণ বাংলাদেশের সামনে।

ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের যাত্রা শুরু হলো আজ থেকে। মিরাজের শুরুটা মন্দ হলো না, বিশেষ করে ব্যাটিংয়ে।

বুধবার (২ জুলাই) টস জিতে বাংলাদেশকে প্রথমে বোলিং করার আমন্ত্রণ জানায় শ্রীলংকা। এই আমন্ত্রণটা বাংলাদেশের জন্য বেশ ভালোই হয়েছে। নতুন বলে তিন উইকেট নিয়েছে বাংলাদেশ। নতুন বলে বাংলাদেশের  দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব দুর্দান্ত বোলিং করেছেন। বিশেষ করে তাসকিন আহমেদ ছিলেন অপ্রতিরোধ্য।

চোটের কারণে মাঠের বাইরে ছিলেন অনেকদিন। চোট কাটিয়ে ফেরা তাসকিনের বোলিংয়ে কোনো জড়তাই দেখা গেল না। লংকান শিবিরে প্রথম আঘাতটা তানজিম হাসান সাকিবের।

পাথুম নিশাঙ্কাকে উইকেটের পেছনে ক্যাচ বানান সাকিব। শ্রীলংকার রান তখন মাত্র ৫। পরের ওভারে অপর ওপেনার নিশান মাদুস্কাকে ফেরান তাসকিন আহমেদ। তাসকিনের দারুণ এক সুইং বল স্ট্যাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন মাদুস্কা। শ্রীলংকার দলীয় ২৯ রানের মাথায় কামিন্ডু মেন্ডিসকে ফিরিয়েছেন তাসকিন।

তাসকিনের হঠাৎ লাফিয়ে উঠা বলে মিড অফে ক্যাচ তুলে দেন কামিন্ডু। ফেরার আগে রানের খাতাই খুলতে পারেননি ফর্মে থাকা লংকান ব্যাটার। তবে ত্রিশের আগেই তিন উইকেট হারিয়ে ফেলা শ্রীলংকার হয়ে তারপর হাল ধরেন কুশাল মেন্ডিস ও অধিনায়ক চারিথ আশালাঙ্কা। চতুর্থ উইকেট জুটিতে ৬০ রান যোগ করেন দুজন।

অভিষিক্ত তানভীর ইসলামের নিচু হওয়া একটা ডেলিভারিতে ৪৩ বলে ৪৫ রান করা কুশল মেন্ডিস ফিরলে এই জুটি ভাঙে। এরপর ছোট ছোট জুটি গড়ে শ্রীলংকাকে টেনেছেন অধিনায়ক চারিথ আশালাঙ্কা।

মাঝে পায়ে ক্র্যাম্প হয়ে মাঠ ছাড়েন মোস্তাফিজুর রহমান। ৬ ওভারে ২৪ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। এরপর আর বোলিং করতে পারেননি। অভিষিক্ত স্পিনার তানভীর ইসলামেরও পায়ে ক্র্যাম্প হয়েছিল। তবে ব্যথা নিয়েই নিজের বোলিং শেষ করেছেন তিনি।

 আশালাঙ্কা অন্যদের নিয়ে ইনিংস ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে গেছেন। সেঞ্চুরিও পেয়েছেন শ্রীলংকার অধিনায়ক। শেষ পর্যন্দ ১২৩ বলে ৬টি চার ৪টি ছয়ে ১০৬ রান করে আউট হয়েছেন নবম ব্যাটার হিসেবে। এছাড়া ওয়েনিন্দু হাসারাঙ্গা করেছেন ২২ রান।

বাংলাদেশের হয়ে তাসকিন ১০ ওভার বোলিং করে ৪৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ৯.২ ওভারে ৪৬ রানে তিন উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। একটা করে উইকেট নিয়েছেন তানভীর ইসলাম ও পার্ট টাইম বোলার নাজমুল হোসেন শান্ত।

Scroll to Top