কলকাতা, ২২ ফেব্রুয়ারি – পূর্বের ঘোষণা অনুযায়ী ঢাকায় পৌঁছেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় আসেন তিনি।
ঢাকায় পৌঁছে দেশের গণমাধ্যমের মুখোমুখি হন ঋতুপর্ণা। ২৪ ঘণ্টার এই সফর নিয়ে তিনি জানান, সুচিত্রা সেন স্মরণে আগামী ২০-২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠেয় চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কলকাতা ফিরে যাবেন তিনি।
ঋতুপর্ণার সাংবাদিক সম্মেলন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঋতুপর্ণার বন্ধু অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদও। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে এই দেশ এবং এদেশের মাটির কাছে বারবার ফিরে আসতে ভালো লাগে। মনে হয় এটি আমারই জায়গা, আমি এদেশের মানুষ।’ এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের সংবাদ সম্মেলন সমাপ্তি করেন তিনি।
উল্লেখ্য, সুচিত্রা সেনকে নিয়ে এর আগে বিচ্ছিন্নভাবে যুক্তরাষ্ট্রে দুই বাংলার চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। কিন্তু একটি পূর্ণাঙ্গ উৎসব এবারই প্রথম। দুই দিনব্যাপী ৩৫ ঘণ্টার ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’-এ দুই বাংলার ১০টি ফিচার ফিল্ম, ৫টি তথ্যচিত্র, ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। উৎসবের বিষয়ে বিস্তারিত জানাতেই ঢাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন পরিচালক মোরশেদুল ইসলাম, ভারতীয় পরিচালক বেদব্রত পাইন ও নিউইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টসের চলচ্চিত্রবিষয়ক শিক্ষক মেরি লি গ্রিসান্তি।
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪