এই খবরটি পডকাস্টে শুনুনঃ
করোনা পরিস্থিতির জন্য প্রায় পাঁচ বছর ধরে বন্ধ থাকা সীমান্ত পর্যটকদের জন্য আবার খুলতে চলেছে নর্থ কোরিয়া। সামনের ডিসেম্বরে নর্থ কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সামজিয়ন এবং সম্ভবত পুরো দেশেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ট্যুর অপারেটররা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনো মহামারি জনিত কারণে প্রায় পাঁচ বছর নিজেদের সীমান্ত বন্ধ রেখেছে নর্থ কোরিয়া। দীর্ঘ এই সময়ে বিদেশি কোনো পর্যটক এই দেশে প্রবেশ করতে পারেননি।
প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বর মাস থেকে দেশটির একটি শহরে বিদেশি পর্যটকদের ঢুকতে দেয়া হবে। অন্তত চীনভিত্তিক দুটি ভ্রমণ সংস্থা জানায়, পর্যটকরা খুব শিগগিরই পাহাড়ে ঘেরা উত্তরের শহর সামজিয়নে প্রবেশের অনুমতি পাবেন।
বেইজিংভিত্তিক কোরিও ট্যুরস বলছে, ডিসেম্বরে নর্থ কোরিয়ার অন্যান্য অঞ্চলেও হইতো পর্যটকরা যেতে পারবেন।
তাদের ওয়েবসাইটে লিখেছে, আমরা আমাদের স্থানীয় কর্তৃপক্ষ থেকে নিশ্চয়তা পেয়েছি যে ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে সামজিয়নে এবং সম্ভবত দেশের বাকি অংশগুলোতেও আবার পর্যটন চালু হবে।