দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত ১৩ | চ্যানেল আই অনলাইন

দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত ১৩ | চ্যানেল আই অনলাইন

সোমবার সন্ধায় ভারতের রাজধানী দিল্লির ব্যস্ততম রাস্তায় একটি গাড়ি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ১৩ জন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। ঘটনাটি দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছের একটি সড়কে।

স্থানীয় সময় সন্ধ্যা ৬.৫২ মিনিটে এ ঘটনা ঘটে। দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের জানান, বিস্ফোরণ এবং এর ফলে সৃষ্ট আগুনের কারণে আশেপাশের যানবাহনগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কমিশনার সতীশ আরও বলেন, ‘ফরেনসিক দল, জাতীয় তদন্ত সংস্থা এবং জাতীয় নিরাপত্তা রক্ষী ঘটনাস্থলে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের ফোন করেছেন এবং তার সাথে তথ্য আদান প্রদান করা হচ্ছে।’

ডেপুটি চিফ ফায়ার অফিসার এ কে মালিক ভারতের এএনআইকে বলেন, ‘বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন সন্ধ্যা ৭.২৯ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

একজন দমকল কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ‘বিস্ফোরিত স্থানের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহের অংশও দেখা গেছে। ছয়টি গাড়ি, দুটি ই-রিকশা এবং একটি অটোরিকশা আগুনে পুড়ে গেছে।’

ঘটনাস্থল থেকে প্রায় ৮০০ মিটার দূরে অবস্থিত চাঁদনী চক ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় ভার্গব বলেন, বিস্ফোরণের কারণে পুরো ভবনটি কেঁপে ওঠে।

যে এলাকায় বিস্ফোরণটি ঘটেছিল সেটি একটি জনবহুল এলাকা ছিল। এই ঘতনার একদিন আগে একদিন আগে হরিয়ানার ফরিদাবাদে একজন কাশ্মীরি ডাক্তারের ভাড়া করা বাসা থেকে ৩৬০ কিলোগ্রাম সন্দেহভাজন অ্যামোনিয়াম নাইট্রেট এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। এমন অবস্থায় দিল্লি, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ এখন উচ্চ সতর্কতায় রয়েছে।

Scroll to Top