ক্যাথলিক চার্চের পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর আজ রোববার (১৮ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পোপ লিও চতুর্দশ।
বিবিসি জানিয়েছে, সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষের সামনে আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধে উদ্বেগ জানান পোপ। একইসাথে স্বৈরাচার ও দরিদ্রদের প্রান্তিকীকরণের বিষয়ে সতর্ক করেন।
এসময় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে জেলেনস্কি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর পোপের সাথে দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রতি সমর্থন এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতিরক্ষায় স্পষ্ট কণ্ঠস্বরের জন্য পোপকে ধন্যবাদ জানান জেলেনস্কি।