দাবি না মানলে এশিয়া কাপ বয়কটের হুমকি পাকিস্তানের – DesheBideshe

দাবি না মানলে এশিয়া কাপ বয়কটের হুমকি পাকিস্তানের – DesheBideshe

ইসলামাবাদ, ১৫ সেপ্টেম্বর – ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে ক্রিকেট মাঠে। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। যা সহজে মানতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সেই সঙ্গে এশিয়া কাপ বয়কটের হুমকি দিয়েছেন তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) টসের সময় পাকিস্তান অধিনায়ক সালামান আলী ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে গেলে সাড়া দেননি তিনি। ম্যাচ হারের পাকিস্তানি ক্রিকেটাররা হাত মেলাতে এগিয়ে এলেও ভারতীয়রা কোনো সাড়া দেননি। বরং সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছাড়ার পরপরই ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।

এই ঘটনার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ জানায় পাকিস্তান। কিন্তু একদিন পার হয়ে গেলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি তিনি। তাই এবার পাইক্রফটকেই প্রত্যাহারের জন্য আইসিসির কাছে অভিযোগ করেছে পিসিবি।

পিসিবি অভিযোগ, পাইক্রফট তার কর্তৃত্ব লঙ্ঘন করেছেন। টসের সময় সূর্যকুমার যাদবকে সালমানের সঙ্গে করমর্দন না করার নির্দেশ দিয়েছিলেন তিনি, যা মূলত একটি দলের পক্ষ নেওয়া। এটি আইসিসির আচরণবিধি এবং ক্রিকেটের চেতনা সম্পর্কিত এমসিসি আইন লঙ্ঘনের সামিল।

তাই এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সোমবার (১৫ সেপ্টেম্বর) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা বলেনি তিনি।

এদিকে দেশটির ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, দাবি পূরণ না হলে এশিয়া কাপের পরের ম্যাচ বয়কট করবে পিসিবি।

অন্যদিকে ভারতের এমন কাণ্ডের জন্য ব্যবস্থা নিতে যাচ্ছে এসিসি। তবে আইসিসি থেকে কোনো বার্তা আসবে কি না তা নিয়ে আলোচনা চলছে। আইসিসি দীর্ঘদিন ধরেই খেলাধুলার নৈতিকতা ও খেলোয়াড়সুলভ আচরণ প্রচার করে আসছে।

কিন্তু নিয়মনীতিতে সরাসরি ‘হাত মেলার বাধ্যবাধকতা’ না থাকায় আইনগতভাবে ভারতের বিরুদ্ধে শাস্তি আরোপের সুযোগ সীমিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৫ সেপ্টেম্বর ২০২৫



Scroll to Top