কাগজে–কলমে স্পিন দক্ষতায় শ্রীলঙ্কারই এগিয়ে থাকার কথা। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলটির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা আজ একাদশে ফিরবেন। তবে বাঁ পায়ে চোট পেয়ে আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার পেসার মাতিশা পাতিরানা। প্রথম দুই ম্যাচে তেমন কিছু করতে না পারা মহীশ তিকশানাও আজ কার্যকর হয়ে উঠতে পারেন। বাংলাদেশের স্পিনাররাও নিজেদের চেনাতে চাইবেন। বিশেষ করে শেখ মেহেদী হাসান, প্রথম দুই ম্যাচেই যিনি রান দিয়েছেন ৩০-এর বেশি, উইকেট মাত্র ১টি। শুষ্ক কন্ডিশন তাঁকেও কার্যকর করে তুলবে। রিশাদ হোসেনের লেগ স্পিন তো আছেই। ব্যাটিং আর পেস বোলিংয়ের শক্তি বোঝাতে যে নিয়ামক আছে, এই সিরিজে সব খানেই শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ।
নাজমুলদের ভাবনায় আজ তাই সিরিজের দ্বিতীয় ম্যাচের মতো দাপুটে জয় ছাড়া অন্য কিছু থাকার কথা না।