স্পোর্টস ডেস্ক
টুর্নামেন্ট শুরুর আগে তাদের ফেভারিট হিসাবে ধরেননি কেউই। সেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সই এখন টানা তিন জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে। আজ সিলেট স্ট্রাইকার্সকে হারানোর ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রাম ওপেনার তানজিদ তামিম। ম্যাচ শেষে তামিম বলছেন, দলগত পারফরম্যান্সের সুবাদেই এবারের বিপিএলে ভালো ফলাফল করছে চট্টগ্রাম।
পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে চট্টগ্রাম। আজও দাপটের সাথে খেলে সিলেটে বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে চট্টগ্রাম। ৪০ বলে ৫০ রান করে জয়ে বড় ভূমিকা তামিমেরই। দলের এমন সাফল্যের রহস্য জানালেন তামিম, ‘আসলে এর পেছে কোনও রহস্য নেই। আলহামদুলিল্লাহ্, অনেক ভালো ম্যাচ জিতেছি। আমার ব্যাটিংয়ের এই ধারাটা দরকার ছিল। সবাই দল হিসাবেই খেলেছি। এমন না যে কারও ব্যক্তিগত পারফরম্যান্সে জয় পাচ্ছি। দলের সবাই পারফর্ম করছে, এজন্য দলের ভালো সময় যাচ্ছে। সবাই দারুণ ছন্দে আছে। আশা করি সামনের সময়েও এটা বজায় থাকবে।’
আজ হাফ সেঞ্চুরি করে আউট হয়েছে তামিম। ম্যাচটা তাই শেষ করে আসতে পারেননি। এই নিয়েও কিছুটা আক্ষেপ আছে তামিমের মনে, ‘ম্যাচটা শেষ করে আসতে পারলে অবশ্যই ভালো লাগতো। চেষ্টা করেছি, কিন্তু হয়নি। চেষ্টা থাকবে সামনের ম্যাচে যেন একই ভুল না হয়।’
তামিমকে নিজের মতো খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে বলেই জানালেন তামিম, ‘দল থেকে আমাকে একটা কথাই বলা হয়েছে। আমি যেমন ক্রিকেটার, সেভাবেই আমাকে খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে। চেষ্টা আছে সেভাবেই খেলার।’
আগামী ২ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে চট্টগ্রাম।
সারাবাংলা/এফএম