দক্ষিণী অভিনেত্রী লীলাবতী আর নেই – DesheBideshe

দক্ষিণী অভিনেত্রী লীলাবতী আর নেই – DesheBideshe

হায়দ্রাবাদ, ০৯ ডিসেম্বর – শোকের ছায়া নেমে এসেছে ভরতের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। শুক্রবার (৮ ডিসেম্বর) না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বিশিষ্ট কন্নড় অভিনেত্রী লীলাবতী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মৃত্যুর আগে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেত্রী। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বেঙ্গালুরুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে তামিল এবং তেলুগুসহ ছয় শতাধিক সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন লীলাবতী। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক্স (টুইটার) প্ল্যাটফর্মে তিনি লেখেন, কিংবদন্তি কন্নড় চলচ্চিত্র ব্যক্তিত্ব লীলাবতী জির প্রয়াণের কথা শুনে দুঃখিত। সিনেমার একজন সত্যিকারের আইকন, তিনি অসংখ্য চলচ্চিত্রে তার বহুমুখী অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় জায়গা করে নিয়েছেন।

প্রসঙ্গত, তার বৈচিত্র্যময় ভূমিকা এবং অসাধারণ প্রতিভা সবসময় মনে রইবে এবং প্রশংসিত হবে। পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা জানাই।

আইএ/ ০৯ ডিসেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দক্ষিণী অভিনেত্রী লীলাবতী আর নেই first appeared on DesheBideshe.

Scroll to Top