ভেবে দেখুন তো, বিশাল একটি ভোজ উৎসব যেখানে নানা ধরনের খাবার সাজানো রয়েছে সম্মানিত অতিথিদের জন্য। কিন্তু তারা কেউই মানুষ নয়। বলছি বানরদের জন্য আয়োজিত অদ্ভুত একটি অনুষ্ঠানের কথা, যা ‘মাংকি বুফে ফেস্টিভ্যাল’ নামে পরিচিত।
প্রতিবছর নভেম্বরের শেষ রোববার, থাইল্যান্ডের লোপবুরিতে ফ্রা প্রাং স্যাম ইয়ট মন্দিরের ধ্বংসাবশেষে হয় এই উৎসব। স্থানীয়দের বিশ্বাস বানরদের এই ভোজ উৎসব জনগণের জন্য সৌভাগ্য বয়ে আনবে।
এই মাঙ্কি বুফে ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে বানরের পোশাকে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। বানররা যখন উৎসবে আসে, আয়োজকেরা তখন খাবার টেবিল থেকে চাদর সরিয়ে দেয়, যেখানে তাজা রঙিন ফল এবং সবজি পিরামিডের আকারে সাজানো থাকে। আনারস, তরমুজ, ডুরিয়ান, লেটুস এবং আরও অনেক কিছুসহ প্রায় দুই টন খাবার থাকে বিশিষ্ট বানর অতিথিদের জন্য।
পর্যটকদের আকৃষ্ট করতে, ইয়ংযুথ কিটওয়াত্তনানুসন্ত নামে এক হোটেল মালিক ১৯৮৯ সালে মাঙ্কি বুফে ফেস্টিভালের ধারণার জন্ম দেন। পরবর্তীতে, তিনি ২০০৭ সালে থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের সহায়তায় অনুষ্ঠানটি চালু করার উদ্যোগ নেন।