গাজায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা হাজারও ফিলিস্তিনিদের ওপর আবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫৫ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবারের শেষ দিকের হামলাকে ‘নতুন, পূর্বপরিকল্পিত গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে।
সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘সশস্ত্র ফিলিস্তিনিরা যখন গুলি চালায় যখন গাজার নাগরিকরা ত্রাণবাহী গাড়ির আগমনের অপেক্ষায় ছিল।’
পাঁচ মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ইসরায়েলের হামলায় এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩১ হাজার ৩৪১ জন। আহত হয়েছেন ৭৩ হাজারের বেশি।