তুরস্কের প্রধান বিরোধী দল স্থানীয় নির্বাচনে ইস্তাম্বুল এবং আঙ্কারায় নিজেদের বিজয়ী বলে দাবি করেছে। গত দু’দশকেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে এরদোয়ান ও তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) প্রার্থীকে পরাজিত করে বিরোধীরা বড় ধরনের জয় পেয়েছে বলে দাবি করা হচ্ছে।
সোমবার ১ এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার তুরস্কে এ স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০ লাখেরও বেশি তরুণ ভোটার প্রথমবারের মতো তাদের ভোট দেন।
প্রতিবেদনে বলা হয়, ভোটগ্রহণ শেষে ইস্তাম্বুলে ৯৫ শতাংশ ব্যালটের গণনা শেষে এরদোয়ানের ক্ষমতাসীন দল একে পার্টির প্রার্থীকে ১০ লাখের বেশি ভোটে পরাজিত করেছেন বলে জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) মেয়র একরেম ইমামোগলু।
এদিন ভোট গণনা শুরুর পর সাবেক ব্যবসায়ী ইমামোগ্লু বলেন, ‘যারা জাতির বার্তা বুঝতে পারে না তারা শেষ পর্যন্ত হেরে যাবে। আজ রাতে ইস্তাম্বুলের ১৬ মিলিয়ন বাসিন্দা যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ও প্রেসিডেন্ট-উভয়ের প্রতি একটি বার্তা পাঠিয়েছেন।’
অন্যদিকে রাজধানী আঙ্কারায় সিএইচপির মেয়র মানসুর ইয়াভাস জয়ের দাবি জানিয়ে ফলাফলকে দেশের ‘শাসকদের জন্য এক স্পষ্ট বার্তা’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া তুরস্কের তৃতীয় বড় শহর ইজমিরেও এগিয়ে ছিল সিএইচপি।
ফলাফলের পর বিরোধী সমর্থকরা বিজয় উদযাপন করতে ইস্তাম্বুলে জড়ো হয়। সে সময় হাজার হাজার মানুষ মশাল জ্বালিয়ে এবং তুর্কি পতাকা নেড়ে উল্লাস জানায়।