কলকাতা, ০২ এপিল – টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ মুহূর্তে ভারতের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন বলছে, তীব্র দাবদাহে লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নিয়েছিলেন সোহম। সেখানে তীব্র রোদে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দেয় অভিনেতার।
ডিহাইড্রেশন থেকে হিটস্ট্রোকে না গড়ালেও সোহমের রয়েছে তীব্র জ্বর, জানিয়েছেন চিকিৎসক। এখনও শরীর বেশ দুর্বল সোহমের। তাই চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
জানা গেছে, গত সপ্তাহ থেকেই মালদহ ও মুর্শিদাবাদে ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করেন সোহম। আর এ কারণেই শরীরের দিকে তেমন বিশেষ খেয়াল দিতে পারেননি।
অভিনেতার সহকারী জানিয়েছেন, আগের থেকে পরিস্থিতি স্থিতিশীল। আর এক বা দু-দিন হয়তো হাসপাতালে থাকতে হতে পারে। তারপর ছুটি পাবেন। এখনও এ ব্যাপারে চিকিৎসকরা কিছু জানাননি।
এদিকে সোহমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে শঙ্কিত হয়ে পড়েন অনুরাগীরা। কবে প্রিয় তারকা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, এমন আশায় দিন গুনছেন ভক্তরা।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘শাস্ত্রী’ এবং পরীমণির সঙ্গে ‘ফেলু বক্সী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন টালিউড এ অভিনেতা।
আইএ/ ০২ মে ২০২৪