তিন কিস্তিতে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি রাজশাহীর – DesheBideshe

তিন কিস্তিতে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি রাজশাহীর – DesheBideshe

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – দলের ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া নিয়ে একের পর এক টালবাহানা করেছেন বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান। খেলোয়াড়দের বেতন পরিশোধের চেক প্রদান করলেও সেখানে বাউন্সের মতো ঘটনা ঘটেছে। বিদেশি ক্রিকেটাররা ঠিকমতো পারিশ্রমিক না পাওয়ায় দেশ ছাড়তে পারেননি।

ঠিকঠাক ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য দুর্বার রাজশাহীকে হুঁশিয়ারি দিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। তখন আশ্বাস দেওয়া হয়েছিল ২ ফেব্রুয়ারির মধ্যে সব ক্রিকেটারের বেতন পরিশোধ করবেন তিনি। তবে সেটাও হয়নি। এতে ক্ষুণ্ন হয়েছে দেশের ভাবমূর্তি।

পরে গতকাল রবিবার মধ্যরাতে শফিকুর রহমানকে নেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে। সঙ্কট নিরসনে কী ব্যবস্থা নেবেন, এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে নিজের দোষ স্বীকার করে নিয়ে শফিকুর ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন।

আজ সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিকুর। এর ব্যতয় হলে যেকোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উপদেষ্টা মহোদয়কে (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) ২ ফেব্রুয়ারির মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি, বরং গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানান অভিযোগ। বিভিন্ন মাধ্যম থেকে ফ্রাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবর কানে এলে, দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরও গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাবার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৩ ফেব্রুয়ারি ২০২৫

 



Scroll to Top