ক্যান্সার, ট্রান্সপ্ল্যান্টসহ তিনটি রোগের সুচিকিৎসা দেশেই নিশ্চিত করতে উদ্যোগী হচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান বলেছেন, প্রাথমিক পর্যায়ে যে তিনটি রোগের ক্ষেত্রে বিদেশমুখীতা ঠেকাতে অগ্রাধিকারের ভিত্তিতে সংশ্লিষ্ট স্বাস্থ্য ব্যবস্থাপনা, চিকিৎসক, নার্সসহ দক্ষ জনবল ও প্রযুক্তিগত ক্ষেত্র ঢেলে সাজানো হচ্ছে। তবে চিকিৎসকদের প্রতি আস্থা ফেরানো জরুরি বলছেন সংশ্লিষ্টরা।