‘তিনটা বাচ্চা লইয়া কই যামু, কী করমু’

‘তিনটা বাচ্চা লইয়া কই যামু, কী করমু’

‘এক দিন কাজে না গেলে সংসার চলত না। সব সময় পোলাপানের লেখাপড়া আর ভবিষ্যৎ লইয়া ভাবত। এই মানুষটারেই জানে মাইরা ফালাইল। এখন সংসার চলাইব কে? পোলাপানরে মানুষ করমু ক্যামনে? তিনটা বাচ্চা লইয়া কই যামু, কী করমু!’

আজ রোববার দুপুরে আহাজারি করে এসব কথা বলছিলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ফার্নিচারের নকশা করা নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত মোস্তফা খালাসীর (৪২) স্ত্রী সালমা আক্তার।

মোস্তফা খালাসী উপজেলার যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফি উদ্দিন খালাসীর ছেলে। তিনি উপজেলার বাঘিয়া বাজারে ফার্নিচারের নকশার কাজ করতেন। সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ঢালীকান্দি এলাকার বাসিন্দা রাজন সিকদারের বিরুদ্ধে মোস্তফা খালাসীকে হত্যার অভিযোগ করেছেন স্বজনেরা।

পরিবার সূত্রে জানা যায়, ১৫ বছর আগে মোস্তফা খালাসী ও সালমার বিয়ে হয়। এই দম্পতির ঘরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া জান্নাতুল ফেরদৌস (১৪), ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সামি খালাসী (১২) ও ১১ মাস বয়সী সাবিহা ফেরদৌস নামের তিন সন্তান আছে।

Scroll to Top